বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠকে রাজনৈতিক বিষয়ে আলোচনা হবে না: আব্দুল মোমেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ২০ নভেম্বর, ২০২৩।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, “ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে না।” সোমবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, তার ভারতীয় সমকক্ষ বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠক করতে, ২৩ বা ২৪ নভেম্বর ভারত সফরে যাওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “ইতোমধ্যেই রাজনৈতিক আলোচনা হয়েছে। আসন্ন বৈঠকে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হবে না। এটি দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠক। এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।” ড. মোমেন আরো বলেন, “আমরা অনেক দেশের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) করি। এটা একটা রুটিন বিষয়।”

উল্লেখ্য, চলতি বছরে দুই দেশের মধ্যে এটি হবে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায়, গত ফেব্রুয়ারিতে। পররাষ্ট্র দপ্তরের পরামর্শে, বাংলাদেশ ও ভারত সাধারণত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব প্রধান ইস্যু নিয়ে আলোচনা করে। সকল সেক্টরের মধ্যে সহযোগিতা বৃদ্ধি হলো এই উদ্যোগের প্রধান লক্ষ্য।