বাংলাদেশ মালদ্বীপ ও নেপালের উচিৎ পর্যটন খাতে সহযোগিতা বাড়ানো: শেখ হাসিনা

ণভবনে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজি মাথ সামীরের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ নভেম্বর, ২০২৩।

পারস্পরিক সুবিধার জন্য পর্যটন খাতের উন্নয়নে, বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ নভেম্বর) গণভবনে, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজি মাথ সামীরের বিদায়ী সাক্ষাৎ কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান যে শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপ পারস্পরিক স্বার্থে পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে পারে।” তিন দেশের মধ্যে পর্যটনের বিকাশ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে শুভেচ্ছা জানিয়েছেন। হাইকমিশনার শিরুজি মাথ সামীর বলেন, “পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে; বিশেষ করে , বিশ্বের দীর্ঘতম কক্সবাজারের বালুকাময় সমুদ্র সৈকতকে কেন্দ্র করে এই সম্ভাবনা অনেক বেশি।”

শেখ হাসিনা বলেন, “মালদ্বীপে অনেক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। তারা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।” হাইকমিশনার শিরুজি মাথ সামীর, তার মেয়াদকালে বাংলাদেশ সরকারের সর্বাত্মক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তার শাসনামলে মালদ্বীপ ও বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে উল্লেখ করেন তিনি।