৪৮ ঘণ্টা হরতালের আগের রাতে ঢাকা ও চট্টগ্রামে বাসে আগুন

৪৮ ঘণ্টা হরতালের আগের রাতে ঢাকার গুলিস্তানে বাসে আগুন

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে, বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুরে আগে, শনিবার (১৮ নভেম্বর) রাজধানী ঢাকার গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জাশিম জানিয়েছেন, “শনিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটের দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে, কমল পরিবহন-এর বাসে আগুন দেয়া হয়েছে বলে খবর আসে।”

তিনি বলেন, “ সংবাদে সাড়া দিয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে যায়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশব্যাপী অবরোধের পঞ্চম দফা শেষ হওয়ার পর, বিএনপি, তাদের সমমনা রাজনৈতিক দল এবং জামায়াত তফসিল প্রত্যাখ্যান করে রবিবার (১৯ নভেম্বর) সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। এই হরতাল শেষ হবে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টায়।

চট্টগ্রামে বাসে আগুন

চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এলাকার ‘এ’ ব্লকের সামনে এই ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর। তিনি জানান, বহদ্দার হাট এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়েছে; খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানিয়েছেন তিনি।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. বাহার উদ্দিন জানান “রাত ৯টা ৭ মিনিটে আমরা গাড়িতে আগুন লাগার খবর পাই। এরপর দুটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নেভায়।”