গাজা ভূখণ্ডে জর্ডানের ফিল্ড হাসপাতালে ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শনিবার (১৮ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এই ধরনের অমানবিক কর্মকাণ্ড প্রত্যাখ্যান করার জন্য এবং ফিলিস্তিনে রক্তপাত বন্ধে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানোর জন্য, আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।”
বাংলাদেশ জানিয়েছে, গাজা উপত্যকায় ঘটা মর্মান্তিক ঘটনার জন্য তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার নিন্দা জানাচ্ছে তারা। এ হামলায় নিরীহ শিশু ও নারীদের হতাহতের সংখ্যা বেড়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ, ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা অবরুদ্ধ গাজায় আল-শিফা হাসপাতাল ও জর্ডানিয়ান ফিল্ড হাসপাতালের মতো বেসামরিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সাম্প্রতিক হামলার নিন্দা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “হাসপাতাল ও চিকিৎসা কর্মীদের লক্ষ্য করে ইচ্ছাকৃত হামলা, যেকোনো পরিস্থিতিতে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।”
বিবৃতিতে বলা হয়েছে, “জর্ডানের হাসপাতালে হামলা এবং এর ফলে চিকিৎসাকর্মীদের আহত হওয়ার ঘটনা, আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির প্রতি ইসরাইলের সম্পূর্ণ উপেক্ষা প্রতিফলিত হয়।”