সিলেটে বিএনপি-জামায়াত কর্মীদের বিরুদ্ধে ১২ দিনে ১৭ মামলা, গ্রেপ্তার ৫০ জন

প্রতীকী ছবি

বাংলাদেশের সিলেটে, সহিংসতার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে গত ১২ দিনে ১৭টি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলায় অভিযুক্ত ব্যক্তি হিসেবে ৩৮৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, অজ্ঞতনামা অভিযুক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে আরো ৬৬০ থেকে ৮১২ জনকে। এসব আমলায় এ পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান যে ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত নাশকতা ও সহিংসতার অভিযোগে এসব মামলা করা হয়। এই সময়ে, সহিংসতায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

আজবাহার আলী শেখ আরো জানান, “এই সময়ে, হরতাল ও অবরোধ চলাকালে সিলেট মহানগর এলাকায় তিনটি গাড়িতে অগ্নিসংযোগ ও সাতটি গাড়ি ভাঙচুর করা হয়।”