অবরোধ চলাকালে ২৭ ঘণ্টায় ১৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে—ফায়ার সার্ভিস

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে ২৭ ঘণ্টায় সারা দেশে ১৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৯ নভেম্বর, ২০২৩।

বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা বিরোধী দলগুলোর চলমান ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় সারা দেশে ১৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সিটি করপোরেশন এলাকায় পাঁচটি, গাজীপুরে তিনটি, খাগড়াছড়িতে একটি, বগুড়ায় একটি, বরিশাল ও বরগুনায় দুটি এবং নোয়াখালীতে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসব অগ্নিসংযোগের ঘটনায় সাতটি বাস, চারটি কাভার্ডভ্যান ও দুটি ট্রাক পুড়ে গেছে।