বাংলাদেশের বিভিন্ন জেলায় নেতাদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ অন্যায়ভাবে তাদের পরিবারের সদস্যদের আটক করছে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে।
বিএনপির পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই বিবৃতি দেন। এতে বলা হয়েছে, “জনগণের সহায়তায় বর্তমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিএনপি বদ্ধপরিকর। তাই, পুলিশ আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তারের জন্য দিন-রাত যেকোনো সময় বাড়িঘরে হানা দিচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, “যখন টার্গেট করা ব্যক্তিদের বাড়িতে পাওয়া যায় না, তখন তাদের বাবা ও ভাই বা পরিবারের অন্যান্য সদস্যদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে।” আটক স্বজনদের থানায় নিয়ে যাওয়ার পর তাদের অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করে বিএনপি।
বিবৃতিতে বলা হয়, “বর্তমান স্বৈরাচারী সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে সারাদেশে ভয়াবহ দমন-পীড়ন শুরু করেছে। তবে বিএনপিকে নির্মূল করার স্বপ্ন , দুঃস্বপ্নই থেকে যাবে। কারণ, বিএনপি জনগণকে সঙ্গে করে বর্তমান অবৈধ সরকারেরস পতন নিশ্চিত করতে বদ্ধপরিকর।
বিএনপি ঘোষিত আন্দোলনের কর্মসূচিতে ভয় পেয়ে সরকার শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। আর, শামসুজ্জামান দুদুর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।