রবিবার থেকে শুরু হচ্ছে বিএনপি এবং সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ

রবিবার থেকে শুরু হচ্ছে বিএনপি এবং সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ

বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা, ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হচ্ছে রবিবার (৫ নভেম্বর) থেকে। রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে এ অবরোধ পালন করবে বিরোধী দলগুলো। বর্তমান সরকারের পদত্যাগ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধানের জন্য নির্দলীয় নিরপেক্ষ প্রশাসন প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি, বাংলাদেশ জামায়াতে ইসলামীও অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি সফল করতে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তার দলের নেতা-কর্মী, সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জানান, সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন ঘোষিত অবরোধের আওতার বাইরে থাকবে।

বিএনপি-জামায়াত ছাড়া, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ লেবার পার্টি ও এনডিএম পৃথকভাবে অবরোধ কর্মসূচি পালন করবে।