বাংলাদেশে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে—ফায়ার সার্ভিস

বাংলাদেশে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী সমমনা বিরোধী দলের তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ চলাকালে বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগে অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটেছে।

সারা দেশে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০টি বাস, তিনটি কাভার্ডভ্যান, তিনটি ট্রাক, একটি পিকআপ, একটি মোটরসাইকেল, দুটি বাণিজ্যিক পণ্যের শোরুম ও একটি পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়।

ঢাকার শ্যামলীতে বাসে আগুন

রাজধানী ঢাকার শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্যামলী স্কয়ারের সামনে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়। সবার সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে ঢাকার মুগদা ও কাফরুল এলাকায় দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগ সরকারকে চাপ দিতে মঙ্গলবার থেকে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ চলছে।