অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দী গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দী

বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে অবস্থিত, সাভার থেকে সাবেক সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধার হারুন অর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। উপ-কমিশনার ফারুক হোসেন জানান, রবিবার (২৯ অক্টোবর) রাতে মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।