যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন শেখ হাসিনা; ইসরাইলের প্রতি নিন্দা

বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ অক্টোবর, ২০২৩।

ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “বিশ্বজুড়ে চলমান সব ধরনের যুদ্ধ বন্ধে বাংলাদেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।” শেখ হাসিনা সোমবার (৩০ অক্টোবর) বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে এ কথা বলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বজুড়ে চলছে যুদ্ধ। ইউক্রেন যুদ্ধ ও ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের হামলায়, শিশু ও নারী হত্যা অব্যাহত রয়েছে। আমরা এগুলো কখনোই চাই না।” তিনি বলেন, “ফিলিস্তিনের নারী, শিশু ও জনগণের জন্য ওষুধ, খাবার ও শুকনো খাবার পাঠিয়েছে বাংলাদেশ। আমরা চাই সবাই শান্তিতে বসবাস করুক।”

শেখ হাসিনা জানান, তিনি তার সাম্প্রতিক বেলজিয়াম সফরসহ একটি আন্তর্জাতিক ফোরামে যোগদান করে, সকল সরকার ও রাষ্ট্রপ্রধানের প্রতি যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন।

“আমরা শান্তি চাই। আমরা জনগণের উন্নয়ন চাই। কারণ, আমি জানি যুদ্ধ কতটা ধ্বংসাত্মক হতে পারে;” বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; সৌদি আরবের মদিনার মসজিদের আল-নববীর সৌদি ইমাম শায়খ ডক্টর আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-বুয়া'ইজান। সারাদেশ থেকে প্রশিক্ষিত ইমামরা জাতীয় ইমাম সম্মেলনে অংশ নেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিন ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। বাংলাদেশ সরকার একটি প্রকল্পের আওতায়, সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে।