ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “বিশ্বজুড়ে চলমান সব ধরনের যুদ্ধ বন্ধে বাংলাদেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।” শেখ হাসিনা সোমবার (৩০ অক্টোবর) বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে এ কথা বলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বজুড়ে চলছে যুদ্ধ। ইউক্রেন যুদ্ধ ও ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের হামলায়, শিশু ও নারী হত্যা অব্যাহত রয়েছে। আমরা এগুলো কখনোই চাই না।” তিনি বলেন, “ফিলিস্তিনের নারী, শিশু ও জনগণের জন্য ওষুধ, খাবার ও শুকনো খাবার পাঠিয়েছে বাংলাদেশ। আমরা চাই সবাই শান্তিতে বসবাস করুক।”
শেখ হাসিনা জানান, তিনি তার সাম্প্রতিক বেলজিয়াম সফরসহ একটি আন্তর্জাতিক ফোরামে যোগদান করে, সকল সরকার ও রাষ্ট্রপ্রধানের প্রতি যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন।
“আমরা শান্তি চাই। আমরা জনগণের উন্নয়ন চাই। কারণ, আমি জানি যুদ্ধ কতটা ধ্বংসাত্মক হতে পারে;” বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; সৌদি আরবের মদিনার মসজিদের আল-নববীর সৌদি ইমাম শায়খ ডক্টর আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-বুয়া'ইজান। সারাদেশ থেকে প্রশিক্ষিত ইমামরা জাতীয় ইমাম সম্মেলনে অংশ নেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিন ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। বাংলাদেশ সরকার একটি প্রকল্পের আওতায়, সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে।