মঙ্গলবার থেকে দেশব্যাপী ৩ দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২৯ অক্টোবর, ২০২৩।

আগামী মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে টানা তিনদিন দেশব্যাপী অবরোধ ঘোষণা করেছে বিএনপি। হরতাল কর্মসূচি পালনের পর, রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে দলের মহাসমাবেশে হামলার প্রতিবাদে, টানা তিনদিন দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানান রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের এক হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর সারাদেশে অবরোধ পালিত হবে।”

সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ পালিত হবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।