ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর কৃষি, ব্যবসা ও নারীর ক্ষমতায়নে ইউএসএআইডির বিনিয়োগ তুলে ধরতে ২২-২৬ অক্টোবর বাংলাদেশে সফর করেছেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কৃষির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চলমান অংশীদারত্বের ওপর গুরুত্ব আরোপ করতে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেন অঞ্জলি কৌর।
এ ছাড়া, ইউএসএআইডির প্রকল্প পরিদর্শন এবং কৃষক, কৃষি ব্যবসার মালিক ও উদ্যোক্তাদের সঙ্গে দেখা করতে যশোর ও খুলনা ভ্রমণ করেছেন তিনি।
ইউএসএআইডি কৃষক ও উৎপাদকদের উৎপাদন বৃদ্ধি এবং সমগ্র কৃষিখাতে দক্ষতা বাড়াতে প্রতি বছর ৪০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে। এর ফলে ৭০০ মিলিয়ন ডলার পর্যন্ত গড় মোট বার্ষিক বিক্রি হয়।
স্থানীয় নেতা ও জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে ইউএসএআইডির অংশীদারত্বের কথা তুলে ধরতে এবং তারা কীভাবে শহরের সুবিধাবঞ্চিত এলাকায় পানি ও স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য জনসেবা উন্নত করতে একসঙ্গে কাজ করেন তা জানতে খুলনা মহানগরীর মেয়র তালুকদার আব্দুল খালেকের সঙ্গেও দেখা করেন তিনি।
স্থানীয় একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নারীর পুষ্টি ও ক্ষমতায়ন নিয়ে কাজ করা গোষ্ঠীর সদস্যদের সঙ্গেও দেখা করেছেন কৌর। ইউএসএআইডির পৃষ্ঠপোষকতায় এ সফর অনুষ্ঠিত হয়।
এই গোষ্ঠীর সদস্যরা বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করেন। এ বিষয়ে সহপাঠী, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের আচরণ কেমন হওয়া উচিৎ সে বিষয়ে কাজ করেন সদস্যরা।
ইউএসএআইডি বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা পদ্ধতির উন্নয়নে বছরে ৩০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে এবং রোহিঙ্গা শরণার্থীদের ও অন্য জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা দেয়।