জামায়াতে ইসলামী নিবন্ধিত দল না হওয়ায় তাদের সমাবেশের অনুমতি দেওয়া হবে না—স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ২৫ অক্টোবর, ২০২৩।

জামায়াতে ইসলামী নিবন্ধিত দল না-হওয়ায় তাদের সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

জামায়াতে ইসলামী সভা-সমাবেশ করতে চাচ্ছে, তাদের অনুমতি দেবেন কি না; এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, আমাদের দেশে অনেক দল ও মত আছে। জামায়াত এর আগেও দুয়েক জায়গায় আলোচনা করেছে। … যদি দেশের নিয়মকানুন মেনে, আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে যে কেউ যেকোনো কথা বলতে পারে। জামায়াত বলতে কোনো কথা নেই। দেশে গণতান্ত্রিক চর্চা আছে। আমদের কথা হলো, আইনকানুনের মধ্যে থেকে তারা কথা বলতে পারেন।

মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে কি এভাবে অনুমতি দেবেন, জানতে চাইলে তিনি বলেন, আমরা কাউকে অনুমতি দিইনি। স্পষ্টভাবে জানা উচিত, আমরা কাউকে অনুমতি দিইনি। এ ছাড়া, আমি তো বলেছি, জামায়াতে ইসলাম এখন পর্যন্ত কোনো নিবন্ধিত দল না, কাজেই তারা জামায়াতে ইসলামের ব্যানারে যদি আসে, তাহলে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।