জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আবেদন চেয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) ভবন।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগ্রহী আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমের কাছ থেকে আবেদন আহ্বান করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমের কাছ থেকে আবেদন আহ্বান করে, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, স্বচ্ছতার স্বার্থে আমরা নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণকে অত্যন্ত গুরুত্ব দিই। সমস্ত কার্যক্রম পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সব সময় অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই বিদেশি নির্বাচন পর্যবেক্ষক এবং বিশ্বব্যাপী বিদেশি মিডিয়া আমাদের স্থানীয় পর্যবেক্ষকদের সঙ্গে আমাদের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করুক।”

এতে আরো বলা হয়, “তাই, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক বা পর্যবেক্ষক সংস্থা এবং বিদেশি গণমাধ্যমকে ২০২৩ সালের ২১ নভেম্বরের মধ্যে ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমের জন্য গাইডলাইন’ অনুসরণ করে আবেদন করার আহ্বান জানাচ্ছি।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগ্রহী নির্বাচন পর্যবেক্ষক বা পর্যবেক্ষক সংস্থা এবং বিদেশি গণমাধ্যমকে আবেদনকরার সময় আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যমের জন্য, নির্দেশিকা-এর ২.৩, ২.৪, ২.৫, ২.৬ ও ৩.১ ধারা অনুসরণ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।” বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গাইডলাইন ও সংশ্লিষ্ট ফরম www.ecs.gov.bd পাওয়া যাবে।