শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫ তলা ভবন উদ্বোধন করেন শেখ হাসিনা। পরে, সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত আইনজীবীদের সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিএনপি-জামায়াত ও তাদের মিত্রদের রাজপথে বিক্ষোভ কর্মসূচির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “তাদের আন্দোলন কর্মসূচি করতে দিন।কিন্তু যদি তারা আবার অগ্নিসংযোগ সন্ত্রাস ও ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করে; যদি কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়, আমরা তাদের রেহাই দেবো না এবং এটাই বাস্তবতা।”
তিনি বলেন, “১৯৭৫ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত ২৯ বছরে বাংলাদেশের মানুষ তাদের উন্নতির জন্য কোনো পরিবর্তন দেখেনি। যারা ক্ষমতায় এসেছে, তারা নিজেদের ভাগ্য বদলাতে ব্যস্ত ছিলো। তারা দেশের মানুষের জন্য কিছুই করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জনগণের অবস্থার উন্নতি হতে শুরু করে।”
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, “আমি কখনো নিজের স্বার্থে রাজনীতি করি না। আমি এদেশের মানুষের কল্যাণে রাজনীতি করি।”