ডিসেম্বরে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার আশা বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক এ বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪৭০ কোটি (ইউএস) ডলারের ঋণের দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ১০ লাখ ডলার পাওয়ার আশা করছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, আইএমএফের বেশ কিছু শর্ত ছিল এবং বাংলাদেশ ব্যাংক এসব শর্ত নিয়ে কাজ করছে এবং কিছু শর্ত ইতিমধ্যে পূরণ করা হয়েছে। আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বেশ কিছু বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে। তাই বাংলাদেশ ৬৮ কোটি ১৯ লাখ ডলার ঋণের দ্বিতীয় কিস্তি পাবে বলে আশা করা হচ্ছে।

তবে আইএমএফ ডিসেম্বরে তার বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানান।

এক প্রশ্নের জবাবে মেজবাউল হক বলেন, “ঋণ অনুমোদনের সময় আইএমএফ আমাদের কিছু শর্ত দিয়েছিল। এর মধ্যে কয়েকটি শর্ত পূরণ করা হয়েছে। দুটি ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। এগুলো হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকা এবং রাজস্ব সংগ্রহের ঘাটতি”।

মেজবাউল হক আরও বলেন, “তবে আইএমএফের অনেকগুলো শর্ত পূরণ হয়েছে। ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতার প্রতিবেদন প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ গণনা করা হচ্ছে”।

এ ছাড়া, মুদ্রার বাজার-নির্ধারিত বিনিময় হার চালু এবং সুদের নতুন নিয়ম চালু করা হয়েছে বলেও জানান তিনি।

এ বছরের জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশকে ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে। ঋণের প্রথম কিস্তি ৪৭ কোটি ৬২ লাখ ডলার ফেব্রুয়ারিতে বাংলাদেশ পেয়েছে।