দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
৩২ ম্যাচে ৯৯৬ রান নিয়ে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে স্বাগতিক ভারতের বিপক্ষে ছয় নম্বরে ব্যাট করতে নামা মুশফিক জাদেজার বলে চার রান করে বিশ্বকাপে স্বপ্নের ১০০০ রানের ক্লাবে যোগ দেন।
শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচে মুশফিক ৪৬ বলে একটি চার ও একটি ছক্কাসহ ৩৮ রান করেন এবং ৩৩টি বিশ্বকাপে তাঁর ব্যক্তিগত রান ১০৩৪–এ উন্নীত করেন।
বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ৩২ ম্যাচে ১২০১ রান করে আইসিসি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে স্কোরারের তালিকায় শীর্ষে রয়েছেন।
জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবারের আইসিসি বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন, তিনি ২৯ ম্যাচে ৭১৮ রান করেছেন।