নির্ভরযোগ্য অংশীদার নবায়নযোগ্য জ্বালানি খাত উন্নয়নের চাবিকাঠি: এসপেন রিকটার-ভেন্ডসেন

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন বলেছেন “পুঁজিতে অভিগ্রম্যতা, নবায়নযোগ্য জ্বালানি শক্তি শিল্পের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার (১৬ অক্টোবর) এক সেমিনারে তিনি একথা বলেন। এসপেন রিকটার-ভেন্ডসেন আরো বলেন, “নির্ভরযোগ্য ও অভিজ্ঞ আর্থিক অংশীদার নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ও উন্নয়নের চাবিকাঠি।”
বাংলাদেশে জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) যাত্রা শুরু উপলক্ষে, ঢাকায় অবস্থিত নরওয়ের দূতাবাস, নরফান্ড এবং দ্য নর্ডিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ (এনসিসিআই) এই সেমিনারের আয়োজন করে। নরফান্ড দ্বারা পরিচালিত ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) বৈশ্বিক জ্বালানি সংরক্ষণে নরওয়ের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন, প্রতিবন্ধকতাগুলো অপসারণ এবং সুশাসন ও স্বচ্ছতা, সু-নিয়ন্ত্রিত বাজার এবং স্মার্ট ইনসেনটিভ বাস্তবায়ন ও সঠিক বিনিয়োগের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির জন্য একটি গতিশীল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন।
উল্লেখ্য,২০২২ থেকে ২০২৭ সালের জন্য, সিআইএফ ১০০০ কোটি নরওয়েজিয়ান ক্রোনার বরাদ্দ করেছে। যাতে, উন্নয়নশীল দেশগুলো নবায়নযোগ্য জ্বালানি এবং স্বল্প-কার্বন প্রযুক্তিতে বিনিয়োগ করে এবং কয়লা ও অন্যান্য জীবাশ্ম জ্বালানি শক্তি থেকে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনতে পারে। তহবিল-এর জন্য নির্বাচিত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।