রোহিঙ্গা শরণার্থী বিষয়ক আঞ্চলিক বৈঠকে যোগ দিতে ব্যাংকক গেছেন আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব্যাংককে। ১৬ অক্টোবর, ২০২৩।

রোহিঙ্গা শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের আঞ্চলিক বৈঠকে যোগ দিতে, থাইল্যান্ড গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।মঙ্গলবার (১৭ অক্টোবর) ব্যাংককে এই বৈঠক শুরু হবে। নির্ধারিত বৈঠকের আগে, সোমবার (১৬ অক্টোবর) আব্দুল মোমেন একটি বিশেষ বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বৈঠকে যোগ দিতে থাইল্যান্ড সফর করছেন।সফরের অংশ হিসেবে গ্র্যান্ডি, ১৭ অক্টোবর রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উচ্চ পর্যায়ের আঞ্চলিক বৈঠকের উদ্বোধন করবেন।

ইউএনএইচসিআর জানিয়েছেন, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উচ্চ পর্যায়ের এই বৈঠকে অংশ নেবেনে।

২০২৩ সালের ডিসেম্বরে জেনেভায় অনুষ্ঠেয় গ্লোবাল রিফিউজি ফোরামের (জিআরএফ) আগে, বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য সহায়তা চাওয়া হবে বৈঠকে। একই সঙ্গে আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য আন্তর্জাতিক সমর্থন চাওয়া হবে। ১১ লাখের বেশি রোহিঙ্গাকে, কক্সবাজার জেলা ও ভাসানচরে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।