যুদ্ধ বিধ্বস্ত ইসরাইল থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধারে শুরু 'অপারেশন অজয়': প্রথম দফায় ফিরলেন ২১২ জন

যুদ্ধ বিধ্বস্ত ইসরাইল থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার।

যুদ্ধ বিধ্বস্ত ইসরাইল-এ আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে শুরু হওয়া 'অপারেশন অজয়’-এর প্রথম চার্টার উড়ানে শুক্রবার ১৩ অক্টোবর ভারতে ফিরলেন ২১২ জন ভারতীয় নাগরিক। এরমধ্যে রয়েছে এক জন শিশু ও ২১১ জন প্রাপ্তবয়স্ক নাগরিক। শুক্রবার ভারতীয় সময় সকালে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশেষ এই বিমানটি।

বৃহস্পতিবার ১২ অক্টোবর, স্থানীয় সময় রাত ১০টা ১৪ মিনিটে, ইসরাইল-এর রাজধানী তেল আভিব-এর বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়া দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল ‘অপারেশন অজয়’। উদ্ধার হওয়া যাত্রীদের স্বাগত জানাতে শুক্রবার বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি বিভাগের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

ইসরাইল-হামাস যুদ্ধ পরিস্থিতিতে ইসরাইল-এ আটকে পড়া বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে দেশে ফিরতে সাহায্য করেছে কেন্দ্র। সেখানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে বৃহস্পতিবার ১২ অক্টোবর থেকেই ‘অপারেশন অজয়’ এর মিশন শুরু হয়েছিল।

বুধবার ১১ অক্টোবর রাতে এ বিষয়ে এক্স হ্যান্ডল (পূর্ববর্তী ট্যুইটার)-এ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছিলেন, “যে সকল ভারতীয় এই যুদ্ধ পরিস্থিতিতে ইসরাইল থেকে দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের জন্য ভারত সরকারের উদ্যোগে অপারেশন অজয় চালু করা হচ্ছে। বিশেষ চার্টার ফ্লাইট এবং অন্যান্য ব্যবস্থা করা হচ্ছে। ভিনদেশে আটকে পড়া আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় দেখভালের জন্য আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”

ভারত সরকার আগেই জানিয়েছিল যে, ইসরাইল-এ প্রায় ১৮,০০০ ভারতীয় থাকেন। তারা এইসময় যেভাবেই হোক, দেশে ফিরতে চেয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়েই শুরু হয় ‘অপারেশন অজয়’। ১১ অক্টোবর রাতেই ইসরাইল-এর ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বলা হয়, গত কয়েক দিনের যুদ্ধ পরিস্থিতির জেরে অনেক নাগরিকই দেশে ফিরতে চেয়ে দূতাবাসে আবেদন করেছেন।

শুক্রবার ইসরাইল থেকে নাগরিকদের নিয়ে দেশে ফিরেছে প্রথম উড়ান। ধাপে ধাপে সকলকেই ভারতে ফেরানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রক।