বাংলাদেশের অর্থনীতির নিম্নগামী প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমএফ

আইএমএফ ভবনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লোগো

বিশ্বব্যাংকের পর, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ-ও ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির নিম্নগামী প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশের পূর্বাভাস সংশোধন করে, ৬ শতাংশ হতে পারে বলে জানিয়েছে।

মঙ্গলবার বিশ্বব্যাপী প্রকাশিত, ফ্ল্যাগশিপ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশনায়, আইএমএফ বলেছে, বাংলাদেশের অর্থনীতি ২০২২-২৩ অর্থবছরে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত সপ্তাহে বিশ্বব্যাংক ২০২৩-২৪ সালে বাংলাদেশের অর্থনীতির জন্য তার নতুন প্রবৃদ্ধির পরিসংখ্যান ৫ দশমিক ৬ শতাংশ হিসেবে অনুমান করেছে। যা সংস্থাটির আগের অনুমান ৬ দশমিক ২ শতাংশ থেকে কম।