রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা নির্বাচন কমিশনের কাজ নয়: রাশেদা সুলতানা

প্রতীকী ছবি

বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, “সামনের দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে কোনো সমঝোতা না হলে, যেসব দল নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, তাদের নিয়েই নির্বাচন করা হবে।” রবিবার (৮ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের (ইসি) কাজ নয়। আমরা সংবিধান অনুযায়ী এগিয়ে যাচ্ছি। অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবো। রাজনৈতিক সমঝোতা আমাদের জন্য বড় বিষয় নয়।”

এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা জানান যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কোনো উদ্যোগ নেই কমিশনের। তিনি বলেন, “কমিশন যদি কোনো সংলাপের আয়োজনের উদ্যোগ নেয়, তাহলে তা জানানো হবে। আমরা আস্থার জায়গা নিয়ে কাজ করছি। তাদের (বর্জনকারীদের) আত্মবিশ্বাস ও মানসিকতা গড়ে তোলা তাদের প্রয়োজন।”

সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলে উল্লেখ করেন এই নির্বাচন কমিশনার। বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আমাদের অঙ্গীকার। আমরা সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটা বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই।”

রাশেদা সুলতানা বলেন, “এখন পর্যন্ত আমরা কোথাও কোনো ভুল করেছি? কোনো আইন লঙ্ঘন করেছি? আমরা সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা ক্রমাগত এজন্য চেষ্টা করছি।” সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সমর্থনের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহযোগিতা নিতে হবে। তাদের (সরকার) সমর্থন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

“সরকারও চায় একটি সুষ্ঠু নির্বাচন। আমরা এটা বিশ্বাস করি। তবে, আমরা পারবো কি না, তা এখনই বলা যাবে না। আমরা আমাদের মতো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি;” বলেন বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।