জনগণের সেবা করার মানসিকতা গড়ে তুলুন: সরকারি চাকরিজীবীদের প্রতি শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং মানুষের সেবা করার মানসিকতা গড়ে তুলতে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৮ অক্টোবর) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “আপনাকে জনগণের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেয়ার মানসিকতা তৈরি করতে হবে, জনগণের জন্য, জনগণ-কে এই প্রক্রিয়ায় জড়িত করতে হবে।” তিনি বলেন, ‘সেবাকে নিছক চাকরি মনে করবেন না; বরং দেশ সেবা করার সুযোগ হিসেবে ভাবুন। আপনাকে এটা সর্বদা মনে রাখতে হবে।”

বর্তমান অর্থনৈতিক চাপ এবং বৈশ্বিক উচ্চ মূল্যস্ফীতি প্রশমিত করতে সরকারি কর্মকর্তাদের খাদ্য উৎপাদন বাড়াতে কাজ করার জন্য আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “মুদ্রাস্ফীতির কারণে আজ আমাদের অর্থনীতি কিছুটা চাপের মধ্যে রয়েছে। ব্যবস্থা নিতে হবে, যাতে সবাই উৎপাদন বাড়ায় এবং কোনো জমি যাতে অনাবাদি না থাকে।”

শেখ হাসিনা বলেন, “সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারলে কোনো সমস্যা হবে না। দেশে এখনো বিপুল সংখ্যক অনাবাদি জমি রয়েছে। সকল অনাবাদি জমি উৎপাদনে আনতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, “বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশ কিছু সমস্যায় রয়েছে। আজকে অনেকে রিজার্ভ সম্পর্কে অনেক কিছু বলেন। আমি বলেছি রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই। দেশে যতক্ষণ খাদ্য থাকবে ততক্ষণ আমরা ভাবি না। আমরা ফসল চাষ করবো এবং আমাদের খাদ্য উৎপাদন করবো। যদি প্রয়োজন হয়, আমরা ব্যয় করবো এবং কিছু পরিমাণে কম (আমদানি হ্রাস) ক্রয় করবো।”

খাল, বিল এবং অন্যান্য জলাশয় রক্ষা করে, পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রেখে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। মাই ভিলেজ মাই টাউন কর্মনূচি সম্পর্কে তিনি বলেন, “সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা নিশ্চিত করা; যাতে গ্রামবাসীদের নাগরিক সুবিধা পেতে শহরে যেতে না হয়।”

চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বর্তমান অবস্থান থেকে বাংলাদেশ যাতে পিছিয়ে না পড়ে, সেজন্য কাজ করতে সকলের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।