ভারতে সম্ভাবনা তৈরি হয়েছে যে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড় সহ পাঁচ রাজ্যে আগামী বিধানসভা ভোট পিছিয়ে যেতে পারে এবং তা আগামী বছর ২০২৪-এ লোকসভার সঙ্গে একই সঙ্গে হবে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা বলছেন, লোকসভা ভোট হবে ফেব্রুয়ারি মাসে।
নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ ভোট হলে দ্রুত তা ঘোষণা করে দেওয়ার কথা নির্বাচন কমিশনের। কারণ ভোট ঘোষণা থেকে মোটামুটি ভাবে ৩০ থেকে ৪৫ দিনের মতো সময় দেওয়া হয় নির্বাচনের জন্য, যাতে প্রস্তুতি ও প্রচার সারতে পারে রাজনৈতিক দলগুলি।
উল্লেখ্য, ২০০৩ সালে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ে বিধানসভা ভোটে জেতার পর অটল বিহারী বাজপেয়ী তথা বিজেপি নেতৃত্ব ২০০৪ সালে লোকসভা নির্বাচন এগিয়ে এনেছিলেন। আবার ২০১৯ সালে দেখা যায়, কংগ্রেস বিধানসভা ভোটে এই তিন রাজ্যে ভাল ফল করলেও লোকসভা ভোটে পরাজিত হয়।