আবার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০ জন

হোটেলে খাবার খেতে গিয়ে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে লিপ্ত হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দুই উপ-দলের সদস্যরা। এসময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এতে উভয় গ্রুপের ৮/১০ জন আহত হয়েছে। এর আগে, গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ছাত্রলীগেরে উপদলগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছিলো।

শুক্রবার (৬ অক্টোবর) ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত ক্যাম্পাস ছাত্রলীগের উপদল বিজয় এবং সিক্সটি নাইন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন জানায়, খাবারের দোকানে বিজয় গ্রুপের অনুসারী মাহির চৌধুরীর সঙ্গে কথা কাটাকাটি হয় সিক্সটি নাইনের অনুসারী আজমিরের। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার পর, দুই পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে, তারা বিকেল ৩টার দিকে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সিক্সটি নাইন গ্রপের অনুসারী আকিব জাবেদ জানান হোটেলে খেতে গেলে তাদের একজনের সঙ্গে অন্য গ্রুপের একজন বেয়াদবি করে। এরই পরিপ্রেক্ষিতে সংঘর্ষের ঘটনা ঘটে। বিজয় গ্রপের অনুসারী সিয়াম জানান, তাদের এক কর্মীর সঙ্গে আজমির নামের একজন অশোভন আচরণ করে। এ নিয়ে, কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনা সংঘর্ষে রূপ নেয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েল প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, “খাবার হোটেল থেকে সংঘর্ষের সূত্রপাত। প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামিয়েছে। এখনো পর্যন্ত আহত হওয়ার কোনো খবর পাইনি। জড়িতদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।”
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা, ডা. আবু তৈয়ব বলেন, সংঘর্ষে আহত ১০ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। সবাই পাথরের আঘাতে আহত হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার অভ্যন্তরীণ বিরোধের জের ধরে, বিভিন্ন উপদলের মধ্যে, গত ২১ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষ হয়। সে সময় দৈনিক প্রথম আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশারফ শাহের ওপর হামলা হয়। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করার কথা জানায়।