দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই আহবান জানান তিনি। বলেন, “অসাধু ব্যবসায়ীদের লোভ, জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।”
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, “অসাধু ব্যবসায়ীদের লোভ এবং রাতারাতি বড় হয়ে ওঠার চেষ্টা, দেশের ব্যবসার ওপর বিরূপ প্রভাব ফেলছে এবং জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। ব্যবসায়ীদের একটি অংশ মিথ্যা তথ্য ও নথির মাধ্যমে, ব্যবসায়ী, উৎপাদক ও আমদানিকারকদের জন্য বরাদ্দকৃত সরকারি প্রণোদনার অপব্যবহার করছে। এ পরিবেশে সৎ ও ভালো ব্যবসায়ীরা বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন।”
সরকার সবসময় সৎ ব্যবসায়ীদের পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি। বলেন, “ব্যবসা করা সরকারের কাজ নয়। সরকারের কাজ হচ্ছে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা। সরকার শুধু সেটাই করতে চায়।”