নভেম্বরে তফসিল, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: কমিশনার আনিছুর রহমান

বাংলাদেশের নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান

বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, “নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর, ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন সম্পন্ন করা হবে।” মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর জেলার শ্রীপুরে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, “কেন্দ্রগুলোতে ভোট হবে ব্যালট পেপারে। এবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনের দিন সব কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।” তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচান কমিশন সব ক্ষমতা প্রয়োগ করবে।”

আনিছুর রহমান বলেন, “আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। এ জন্য সব দলের সঙ্গে সংলাপের ব্যবস্থা রাখা হয়েছে। ইতোমধ্যে অনেকের সঙ্গে সংলাপ হয়েছে। আমাদের সঙ্গে সংলাপের পর নির্বাচন কমিশনের ওপর সবার আস্থা আরো দৃঢ় হবে।”