কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় আমিনবাজারের সমাবেশ স্থগিত করেছে বিএনপি

বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিবাদ-মিছিল করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থকরা। ২৮ জুলাই, ২০২৩। (ফাইল ছবি)

সমাবেশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না পাওয়ায়, সোমবার-এর (২৫ সেপ্টেম্বর) সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানী ঢাকার আমিনবাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, “প্রশাসন আমাদের অনুমতি না দেয়ায় আমরা আমিন বাজারে সমাবেশ স্থগিত করেছি। সরকারের পদত্যাগের দাবিতে, বিএনপির চলমান এক দফা আন্দোলনের অংশ ছিলো এই সমাবেশ।”

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর বরাত দিয়ে শায়রুল কবির বলেন, “রবিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অনুষ্ঠানস্থলে নির্মিত মঞ্চ ভাঙচুর করেছে।” বিএনপির সিনিয়র নেতা ও সমাবেশের প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর সরকারের পদত্যাগের দাবিতে চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে, রোডমার্চসহ ৩ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। গত বৃহস্পতিবার কর্মসূচি দুই দিন বাড়িয়ে ৫ অক্টোবর পর্যন্ত করা হয়।