বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি জানানা তিনি।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে ঢাকার উত্তরায় সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান।
বিএনপি মহাসচিব বলেন, “আজ যখন তিনি (খালেদা জিয়া) জীবনের সঙ্কটাপন্ন অবস্থায় আছেন, তখন তাকে আটকে রাখা হচ্ছে। বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক নম্বর নেত্রী। তিন বারের প্রধানমন্ত্রী এবং দুইবারের বিরোধী দলীয় নেতা হিসেবে দেশের সেবা করেছেন তিনি।”
মির্জা ফখরুল বলেন, “ফ্যাসিস্ট’ সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমাদের চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। যে কেনো সময় তার অবস্থার আরো অবনতি হতে পারে।”
বিএনপি মহাসচিব বলেন, “তার পরিবার, ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির পক্ষ থেকে দাবি করা সত্ত্বেও সরকার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না।” তিনি বলেন, “মানবিক কারণে, চিকিৎসার স্বার্থে তাকে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো উচিত।”
মির্জা ফখরুল ফখরুল বলেন, “কারাবন্দীদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদাহরণ রয়েছে। এ ছাড়া, তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনাকেও চিকিৎসার জন্য আমেরিকায় পাঠানো হয়েছিলো।”