মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ভারতের নতুন সংসদ ভবন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ২৮ মে ভবনের উদ্বোধন হলেও অধিবেশন শুরুর জন্য হিন্দুদের উৎসব গণেশ চতুর্থীর দিনটিকে বেছে নিয়েছিল কেন্দ্রের মোদী সরকার।
চলতি সেপ্টেম্বর মাসেই রাজধানী দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সময় থেকে শুরু হওয়া দেশের নাম ইন্ডিয়া এবং ভারত নিয়ে বিতর্কের মধ্যে নয়া সংসদ ভবন কোন নামে পরিচিত হবে তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছিল। রাজনৈতিক মহলের অনেকেই অনুমান করেছিলেন, ‘পার্লামেন্ট হাউস অফ ভারত’ রাখা হবে নতুন সংসদ ভবনের নাম।
পুরনো ভবনে সোম ও মঙ্গলবারের ভাষণে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ইন্ডিয়া ও ভারত বিতর্ক সংসদে টেনে আনেন। দাবি করেন, দেশের ইন্ডিয়া নামকে গুরুত্বহীন করে দেওয়া যাবে না।
তবে শেষ পর্যন্ত দেখা যায় লোকসভার সচিবালয় সংসদ ভবনের পরিচয় সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ইন্ডিয়া শব্দটিই রেখেছে। উল্লেখ রয়েছে 'পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া'। প্রেসিডেন্ট অফ ভারত, প্রাইম মিনিস্টার অফ ভারত, মিনিস্টারস অফ ভারত সেখানে অংশ নেবেন।
নতুন সংসদ ভবন 'পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া’, পুরনো ভবন 'সংবিধান সদন'।
গত মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ধুমধাম করে পুরনো সংসদ ভবন ছেড়ে সাংসদরা নতুন ভবনে পৌঁছান। পুরনো সংসদ ভবন থেকে হেঁটে সব সাংসদরা নতুন ভবনে যান। সেখানে সাংসদদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। সেই উপহার ব্যাগে ছিল, ভারতের সংবিধানের একটি অনুলিপি, সংসদ সম্পর্কিত একটি বই, একটি স্মারক মুদ্রা এবং একটি স্ট্যাম্প।