নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানার জেনারেটর রুমে পাইপ বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার নরসিংপুর এলাকার জার্জিজ কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—ওই এলাকার হারুনের ছেলে হায়দার ও ভোলাইলের গেদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিনের ছেলে মিলন।
তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে কারখানা চালু থাকা অবস্থায় হঠাৎ জেনারেটর রুমে পাইপ বিস্ফোরণ হয়। এ সময় শ্রমিকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। পরে সেখান থেকে দগ্ধ অবস্থায় দুজন শ্রমিককে উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ফখর উদ্দিন বলেন, “ডাইং কারখানায় বিস্ফোরণের খবর পেয়ে আমাদের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে যায়। কারখানাটির জেনারেটর রুমের গরম বাতাস বাইরে বের হওয়ার জন্য ব্যবহৃত পাইপ লাইন থেকে বিস্ফোরণ হয়েছে বলে আমরা ধারণা করছি”।
তিনি আরও বলেন, “তবে আমাদের দল সেখানে যাওয়ার আগে কারখানার লোকজন নিজেরাই আগুন নিভিয়ে ফেলে। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে বলে তারা আমাদের জানিয়েছে”।
এ ব্যাপারে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম খান বলেন, “এ ধরনের কোনো খবর আমাদের জানা নেই। কেউ আমাদের জানায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আমরা খোঁজ নিচ্ছি”।