নির্বাচনে সব দলের অংশগ্রহণ ইসির ওপর নির্ভর করে না: কমিশনার আনিছুর রহমান

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে, সাংবাদিকদের সাথে কথা বলছেন কমিশনার আনিছুর রহমান।

বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, “জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না।” রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে, সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কমিশনার আনিছুর রহমান বলেন, “সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে কি-না, তা রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এর সঙ্গে নির্বাচন কমিশন তথা আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর এবং আমরা তা করবো। গত দেড় বছরে সব দলকে একাধিকবার আমরা আহ্বান জানিয়েছি। আর, তা অব্যাহত রয়েছে। আমরা বারবার আহ্বান জানাচ্ছি, যেন তারা নির্বাচনে আসেন।”

আনিছুর রহমান বলেন, “নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে, তা নির্ভর করবে রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর। এক্ষেত্রে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। ধীরে ধীরে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।”