ভারতে ইন্ডিয়া জোটের গোপন অ্যাজেন্ডা হল সনাতন সংস্কৃতিকে ধ্বংস করা: মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন-এর পুত্র উদয়নিধি-র করা সনাতন ধর্ম নিয়ে মন্তব্যে বেশ কিছুদিন যাবতই বিতর্ক দানা বেঁধেছে দেশের রাজনীতিতে। ঘটনাক্রমে সনাতন ধর্ম সম্পর্কে উদয়নিধি যে কথা বলেছেন, তা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ব্রহ্মাস্ত্র।
মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ে বিধানসভা ভোট আসন্ন। সম্প্রতি রাজ্যস্তরে এমন ভোটের আগে দেখা গেছে, নির্ঘণ্ট ঘোষণার আগে প্রধানমন্ত্রী এক গুচ্ছ প্রকল্প ঘোষণা করেন। সেই সব প্রকল্পের প্রস্তাবিত খরচ কয়েক কোটি টাকা।

সেই পরম্পরাতেই বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর মধ্য প্রদেশের বিনা-তে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তার বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, "এই যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, এদের গোপন অ্যাজেন্ডাই হল ভারতের সনাতন সংস্কতিকে ধ্বংস করা।" প্রধানমন্ত্রী এও বলেন, "বিরোধী জোট এ ব্যাপারে প্রস্তাব গ্রহণ করেছে। মোদীর কথায়, ভারতের সংস্কৃতি, ঐতিহ্যকে ওরা শেষ করে দিতে চায়। দেশের বিভাজন চায় ওরা।"

কেন্দ্রে বিরোধী জোটের অন্যতম শরিক হল ডিএমকে। কিন্তু স্টালিন পুত্র সনাতন ধর্ম নিয়ে যে মন্তব্য করেছেন, সে ব্যাপারে সহমত নয় কংগ্রেস, তৃণমূল সহ বাকি শরিক দল। বিজেপির যে এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না তা সদ্য অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের আগেই দলকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, এ ব্যাপারে বিরোধী জোটকে সবরকম ভাবে নিশানা করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, কোনপথে বিরোধীদের সমালোচনা করতে হবে, এদিন তারই দিশা দেখাতে চেয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধী জোট যখন বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ এনে বলছে যে ভারতের বহুত্ববাদ আক্রান্ত, তখন মোদী বোঝাতে চাইছেন কংগ্রেস-তৃণমূল-ডিএমকে-দের হাতে দেশের সংস্কৃতি বিপন্ন হতে পারে।

এ ব্যাপারে বৃহস্পতিবার তৃণমূল নেতা তাপস রায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ পরিবারের সন্তান। বাংলা তথা ভারতবর্ষের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ব্যাপারে মমতা ও তৃণমূল শুধু যত্নশীল তা নয় সবার ভাববেগকে গুরুত্ব দিয়ে চলে। সাবেক জাতীয় দল কংগ্রেসও বরাবর তাই করে এসেছে।” তাপস রায়ের কথায়, "প্রধানমন্ত্রী দেশের মানুষকে যে ভয় দেখাতে চাইছেন, তাতে তার ও বিজেপির দৈন্যই প্রকট হয়ে পড়েছে। সরকারের সাফল্য বলতে কিছু নেই। মানুষের কাজ নেই, রান্নার গ্যাসের চড়া দাম। মোদী উগ্র ধর্মীয় লাইনে হেঁটে মানুষের দৃষ্টিকে ভাত-কাপড় থেকে ঘোরাতে চাইছেন।"

মধ্য প্রদেশের বিনা-এ একটি পরিশোধনাগার রয়েছে। তাকে কেন্দ্র করে পেট্রো কেমিকেল শিল্প ও আরও ১০টি প্রকল্পের জন্য এদিন শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। যে সব প্রকল্প বাস্তবায়ন করতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন।

প্রধানমন্ত্রী এদিন বলেন, "এই পেট্রো কেমিকেল ইউনিট তৈরি হলে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আরও একধাপ এগোনো সম্ভব হবে। এর ফলে প্রচুর কর্মসংস্থান হবে এবং অনুসারী শিল্পেরও প্রসার ঘটবে।"