সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জামানত দ্বিগুণ করে সংসদে বিল পাস

বাংলাদেশ জাতীয় সংসদ ভবন। (ছবি- অ্যাডোবে স্টক)

সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থীদের জন্য জামানত দ্বিগুণ করে বাংলাদেশ জাতীয় সংসদ (সংরক্ষিত নারী আসন) নির্বাচন (সংশোধন) বিল-২০২৩ পাস হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

প্রস্তাবিত বিল অনুযায়ী সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের আগের ১০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা জামানত রাখতে হবে।

খসড়া আইনে নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করারও প্রস্তাব করা হয়েছে।

সংবিধানের ১৫তম সংশোধনী ইতিমধ্যে সংরক্ষিত আসন সংখ্যা ৫০-এ উন্নীত করেছে। এখন এটি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়াও, সংশোধনীতে একটি বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি কোনো কারণে জাতীয় সংসদে একটি সংরক্ষিত আসন খালি হয়ে যায় তবে ৯০ দিনের মধ্যে একটি উপনির্বাচন করতে হবে। বর্তমানে সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন হয় আসন শূন্য হওয়ার ৪৫ দিনের মধ্যে।