বাংলাদেশর খাগড়াছড়িতে অপহৃত দুটি কাভার্ড ভ্যানের চালকসহ চারজনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল। সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যদের একটি যৌথ দল তাদের উদ্ধার করে। রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ির পাহাড়ি এলাকা থেকে, ইউপিডিএফ সদস্যরা তাদের অপরহরণ করেছিলো বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার করা ব্যক্তিরা হলেন; কাভার্ড ভ্যান চালক আনোয়ার হোসেন ও মনির মিয়া এবং তাদের সহকারী হান্নান মিয়া ও জায়েদ খান। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “রবিবার রাত ৯টার দিকে রামগড় উপজেলা থেকে ইউপিডিএফ সদস্যরা বেলায়েতের মালিকানাধীন ‘জয়েন্টফার্ম’ থেকে দুটি কাভার্ড ভ্যান-সহ চারজনকে অপহরণ করে।”
তিনি বলেন, “পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ দল ঐ এলাকায় অভিযান চালিয়ে সোমবার ভোরে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করে। তবে, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”
উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর, রাঙামাটির পাহাড়ি এলাকায় অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের কয়েক ঘণ্টা পর উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা।