সিলেটে ১২ দিনের ব্যবধানে আবার ভূমিকম্প অনুভূত

সিলেটে ১২ দিনের ব্যবধানে আবার ভূমিকম্প অনুভূত

বাংলাদেশের সিলেটে, শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ১২ দিনের ব্যবধানে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভারতের আসামে। বিকেল ৪টা ১৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৪ দশমিক ১৯।

ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন। এর আগে, গত ১৪ ও ২৯ আগস্ট সিলেটসহ বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়।

শনিবারের ভূমিকম্পে সিলেটে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় লোকজনকে আতঙ্কে আবাসিক ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে।