শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর আলোচনায় বাংলাদেশের নির্বাচন স্থান পায়নি: আব্দুল মোমেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে শুক্রবারের (৮ সেপ্টেম্বর) দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের বিষয়টি স্থান পায়নি। এ কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে ব্রিফিংকালে সাংবাদিকদের এসব কথা বলেন মোমেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন এবং ইন্দো-প্যাসিফিক ইস্যু নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কোনো আলোচনা হয়নি।”

নির্বাচন প্রসঙ্গে ড. মোমেন যোগ করেন যে বাংলাদেশ এবং অন্য সকলেই এ অঞ্চলে অস্থিতিশীলতা চায় না।তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ২০০১ সালের পরের খারাপ সময়ে ফিরে যেতে চায় না। তখন বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, জঙ্গিবাদ সৃষ্টি করেছে, সারাদেশে বোমাবর্ষণ করেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে এবং আদালত কক্ষে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।”

তবে, প্রতিবেশী দুই দেশের দুই সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায়, নির্বাচনের বিষয়টি এসেছে কি না, তা তিনি জানেন না বলে জানান। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “আগামী সাধারণ নির্বাচনে কেউ কারচুপির চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।”

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপির দাবির বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানে নেই এবং এটা কোনো আলোচনার বিষয় নয়।” আইনগতভাবে নিষিদ্ধ বিষয়গুলো কোনোভাবেই আমলে নেয়া হবে না বলে উল্লেখ করে তিনি। বলেন, “আসন্ন সাধারণ নির্বাচন একটি নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।”