ভবিষ্যতে ব্যাংক ঋণে সুদের হার বাড়বে: সালমান এফ রহমান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর সম্মেলন কক্ষে, এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশের ব্যবসায়ীদের সতর্ক করে বলেছেন যে আগামী দিনে ব্যাংক সুদের হার বাড়বে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর সম্মেলন কক্ষে, এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

সালমান এফ রহমান উল্লেখ করেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়ীরা ভীত নন। গত ১৫ বছর ধরে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরও এমন স্থিতিশীলতা আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।”

এফবিসিসিআই নেতারা, বাণিজ্যের চ্যালেঞ্জ এবং রাজস্ব কর্মকর্তাদের বিভিন্ন হয়রানির কথা তুলে ধরেন। জবাবে সালমান এফ রহমান সংকট সমাধানে এফবিসিসিআই-কে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দেন।

সালমান এফ রহমান বলেন, “সরকারের কাজ ব্যবসার পরিবেশ নিশ্চিত করা। ব্যবসায়ীদের মুনাফা নিশ্চিত করা সরকারের দায়িত্ব নয়।” তিনি বলেন, “ব্যবসায়ীদের নানা অভিযোগের কারণে সরকার দীর্ঘদিন ধরে ব্যাংকের সুদের হার নিয়ন্ত্রণে রেখেছিলো। এখন আমানতের সুদের হার বেড়ে যাওয়ায়, ভবিষ্যতে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।”

বর্ধিত সুদের হারের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, “কাঙ্ক্ষিত পর্যায়ে রাজস্ব আদায়ে সরকারের চ্যালেঞ্জ রয়েছে এবং ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কর কমানো হলেও, আকাঙ্খা অনুযায়ী রাজস্ব বাড়েনি।”

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, নিয়মিত কর প্রদানের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।