বাংলাদেশিদের আকাঙ্ক্ষার সম্পূর্ণ বাস্তবায়ন দেখতে চায় যুক্তরাষ্ট্র—জন কার্বি

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) কৌশলগত যোগাযোগবিষয়ক পরিচালক জন কার্বি

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) কৌশলগত যোগাযোগবিষয়ক পরিচালক জন কার্বি বলেছেন, তারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সম্পূর্ণ বাস্তবায়ন দেখতে চান এবং যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে সেই আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে জন কার্বি এ কথা বলেন।

কার্বি বলেন, “আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তাকে সমর্থন করি। এ ব্যাপারে (যুক্তরাষ্ট্রের মনোভাব) কিছুই বদলায়নি”।

জন কার্বি বলেন, “আমরা অবশ্যই বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করি। আমরা বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সমর্থন করি”।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে এবং নির্বাচন কমিশন সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে।