কৃষি ও স্বাস্থ্য খাতে এক সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ও ইন্দোনেশিয়া

কৃষি ও স্বাস্থ্য খাতে এক সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ও ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী জ্বালানি, কৃষি ও স্বাস্থ্য খাতে যৌথভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইন্দোনেশিয়ার জাকার্তা কনভেনশন সেন্টারের (জেসিসি) কাকাতুয়া কক্ষে অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের এক ফাঁকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এর আগে জ্বালানি ও স্বাস্থ্য খাতে দুই দেশের মধ্যে ৩টি সমঝোতা স্মারক সই হয়েছে উল্লেখ করে দুই দেশের জনগণের কল্যাণে যৌথভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে বৈঠকে বলা হয়।

মো. সাহাবুদ্দিন আসিয়ান সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানোয় ও সফরের সময় বাংলাদেশ প্রতিনিধিদলকে চমৎকার আতিথেয়তার জন্য জোকো উইদোদোকে আন্তরিক ধন্যবাদ জানান।

মো. সাহাবুদ্দিন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের ফার্মাসিউটিক্যাল পণ্য, সিরামিক ও তৈরি পোশাক আমদানির আহ্বান জানান।

মো. সাহাবুদ্দিন রোহিঙ্গা সংকট নিরসনে ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, “মানবিক কারণে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ”।

তিনি আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারের সদস্যপদ নিশ্চিত করতে আসিয়ান চেয়ারম্যান ও সংশ্লিষ্ট অন্যদের আরও সহযোগিতা কামনা করেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি আসিয়ান বৈঠকে ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাসও দেওয়া হয়েছে।