ভগবান কৃষ্ণের জন্ম উপলক্ষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশে বুধবার (৬ সেপ্টেম্বর) শুভ জন্মাষ্টমী উদ্যাপন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। দিনটি ছিল সরকারি ছুটির দিন।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, এদিন দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। পৃথিবী থেকে অশুভ শক্তি দমন; কল্যাণ, ন্যায় ও শুভ শক্তি প্রতিষ্ঠার জন্য দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দিনে রাজা কংসের বন্দীশালায় ভগবান বিষ্ণু মহাবিশ্বে কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলেন।
এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞের আয়োজন করা হয়। মন্দির ছাড়াও ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানান।
জাতীয় দৈনিকগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করে। অন্যদিকে, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এবং অন্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওর কেন্দ্রগুলো ভগবান কৃষ্ণের ঘটনাবহুল জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে।