জাপানি ব্যবসায়ীদের কারখানা স্থাপনের জন্য জায়গা দেয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাপানি ব্যবসায়ীদের কারখানা স্থাপনের জন্য জায়গা দেয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “একাধিক কোম্পানি বিনিয়োগ করতে আগ্রহী হলে, বাংলাদেশ শিল্পকারখানা স্থাপনের জন্য জাপানকে আরো জায়গা বরাদ্দ করবে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাপানের জেনারেল অ্যাফেয়ার্স বিষয়ক কমিটির পরিচালক ও হাউস অফ কাউন্সিলর নাকানিশি ইউসুকের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল, শেখ হাসিনার গণভবনে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত হরেন। তিনি জানান যে জাপানের সংসদীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছে, তাদের দেশের অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এসময় শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ ইপিজেডে জাপানকে জায়গা দিয়েছে; জাপান শিল্পকারখানা স্থাপন করতে চাইলে আমরা আরো জায়গা দিতে পারি।” জাপানি প্রতিনিধি দল জানায়, “জাপান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান উন্নয়ন অংশীদারিত্বকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এবং আরো জোরদার করতে হবে।”

প্রতিনিধি দল উল্লেখ করে, জাপান বাংলাদেশে মেট্রোরেল সহ বিভিন্ন মেগা প্রকল্পে কাজ করছে। ঢাকা ও নারিতা সরাসরি ফ্লাইট চালুর প্রশংসা করে তারা বলেন, “এতে যোগাযোগের উন্নতি হবে।” জাপানি প্রতিনিধিদল ভারত মহাসাগরকে ব্যবসা-বাণিজ্যের জন্য শান্তিপূর্ণ রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। তারা নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক বেশি, কারণ সরকার মেয়েদের বিনামূল্যে শিক্ষা দিচ্ছে।” শেখ হাসিনা বাংলাদেশে একটি সামুদ্রিক অ্যাকোয়ারিয়াম নির্মাণে জাপানের সহায়তা চেয়েছেন।

এর আগে, নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া শেখ হাসিনাকে জানান, ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নিপ্পন ফাউন্ডেশন ৩০ লাখ ডলার দেবে।

রোহিঙ্গাদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে হবে। মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং বলছি যে তাদের নাগরিকদের (রোহিঙ্গা) তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেঁচে যাওয়া ৮৪ বছর বয়সী ইয়োহেই সাসাকাওয়া বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বের কথা তুলে ধরেন।