কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে এক তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে এক তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এইচ/২৫ ও ২৭ ব্লকের মধ্যবর্তী একটি পানি চলাচলের নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুজিবুর রহমান (১৭) ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, “শনিবার নালায় এক তরুণের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে, স্থানীয় বাসিন্দারা ক্যাম্প মাঝিদের জানায়। এর পর, মাঝিরা পানবাজার-এর আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) জানায়।”

তিনি বলেন, “এপিবিএনের পক্ষ আমাদের খবর দিলে, একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আশপাশের রোহিঙ্গারা শনাক্ত করেন যে মৃত তরুণ ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর মুজিব।”