বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আঞ্চলিক কমান্ডার এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল (আইজি) পর্যায়ের কর্মকর্তাদের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) চার দিনের এ সম্মেলন শুরু হয়েছে যশোরে।
বিজিবি সদর দপ্তর-এর জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বিজিবির যশোর ও রংপুর সেক্টর এর আঞ্চলিক কমান্ডার এবং বিএসএফ-এর দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ ও গুয়াহাটি ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেলগণ আলোচনায় অংশ নেবেন। এই সম্মেলন, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে।
বিজিবি রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এবং দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের আইজি আয়ুষ মণি তিওয়ারি আইপিএস এর নেতৃত্বে ৭ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিচ্ছে।
বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন, বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, বিজিবির স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং যৌথ কমিশনের কর্মকর্তারা।
উত্তরবঙ্গ ও গুয়াহাটি ফ্রন্টিয়ারের আইজি ছাড়াও ভারতীয় প্রতিনিধি দলে প্রতিনিধিত্ব করছেন, সংশ্লিষ্ট সেক্টরের ডিআইজি, স্টাফ অফিসার এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্মেলনে সমন্বিত বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যানের কার্যকর বাস্তবায়ন, পারস্পরিক আস্থা বৃদ্ধি ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং বিজিবি ও বিএসএফের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।