প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বিএনপির সমাবেশ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বিএনপির সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে দুপুর থেকেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রঙিন পোশাক ও ক্যাপ পরে দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে সমবেত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে একটি মিছিল ফকিরাপুল মোড় থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকার ‘রাজধানী মার্কেট’ এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।