কক্সবাজারে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১১ জেলে দগ্ধ

কক্সবাজারে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১১ জেলে দগ্ধ

বাংলাদেশের কক্সবাজার শহরের নুনিয়াছড়া ৬নং ঘাটে, ট্রলারে (মাছ ধরার নৌকা) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জেলে দগ্ধ হয়েছেন। শুক্রবার (১সেপ্টেম্বর ) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের মধ্যে রয়েছেন; ট্রলারের মাঝি, শফিক ও দিল আহমেদ। বাকি ৯ জনের পরিচয় জানা যায়নি।

কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে তারা ৬নং ঘাটে আসছিলো। হঠাৎ একটি বিকট শব্দে রান্না করার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ট্রলারে অবস্থাররত ১১ জেলে আগুনে ঝলসে যায়। আশেপাশে থাকা জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়।

দুর্ঘটনার শিকার ট্রলারের মাঝি দুলাল জানান, “তরকারি গরম করার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ১১ জন গুরুতর আহত হয়েছেন। গুরুত্বর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে দগ্ধ আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে

কক্সবাজার মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।”