ব্রিকস-এ অন্তর্ভুক্ত না হওয়ায় বাংলাদেশের আশাহত হওয়ার কারণ নেই: পররাষ্ট্র সচিব

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। (ফাইল ছবি)

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রবিবার (২৭ আগস্ট) বলেছেন, “ব্রিকস ব্লকে বাংলাদেশ অন্তর্ভুক্ত না হওয়ায়, আশাহত হওয়ার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশ আগে থেকেই ব্রিকস-এর নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) অংশ।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, “আমাদের রাজনৈতিক ও আঞ্চলিক অনেক বিষয় রয়েছে এবং ভারসাম্য রক্ষার বিষয় রয়েছে।” মাসুদ বিন মোমেন উল্লেখ করেন, “যদি গত ১৫ বছরে ব্রিকস-এর বাস্তব অগ্রগতির দিকে তাকান, উল্লেখযোগ্য অর্জন হলো এনডিবি।”

বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, “যেহেতু আমরা এনডিবি-এর একটি অংশ, তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটি প্রথম পর্যায় এবং পরবর্তী পর্বে বাংলাদেশ অন্তর্ভুক্ত হবে বলে আমরা আশাবাদী। সুতরাং আমাদের আরো সময় আছে।”

মাসুদ বিন মোমেন বলেন, “ভৌগোলিক ভারসাম্য রক্ষার চেষ্টা ছিলো এবং আমরা ছাড়া, আরো আগ্রহী দেশ ছিলো; তারাও (ব্রিকস) সদস্যপদ পায়নি। এটি একটি চলমান প্রক্রিয়া।”

ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর ও ইথিওপিয়া ছিলো ব্রিকসে যোগদান করার জন্য আমন্ত্রিত ছয় দেশ। এই দেশগুলো, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ব্রিকসে যোগ দিতে প্রস্তুত।