বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ—জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ—জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

জাতিসংঘ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখার ইচ্ছা প্রকাশ করেছে। এ কথা জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৪ অগাস্ট) বিকেলে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “অন্য কূটনীতিকদের সঙ্গে আমাদের যে বৈঠক হয়েছে আজকের আলোচনা তা থেকে ভিন্ন। নির্বাচনের বিষয়টিও আলোচনায় এসেছে। তারা একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায়”।

বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত এমপি উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি নিয়ে বিএনপির চাপে জাতিসংঘের কোনো মাথাব্যথা নেই।

তিনি বলেন, “আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে চাই। নির্বাচন যত প্রতিযোগিতামূলক হবে দেশে-বিদেশে তত গ্রহণযোগ্য হবে”।

ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ বিএনপির শর্তের বিষয়ে কোনো কথা তোলেনি, তবে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হলে তাদের ভালো লাগবে।

তিনি বলেন, আমরা তাদের (বিএনপিকে নির্বাচনে যোগ দিতে) বাধ্য করতে পারি না।

ওবায়দুল কাদের বলেন, অন্য কূটনীতিকদের সঙ্গে তাদের আগের বৈঠকগুলো মূলত নির্বাচনসংক্রান্ত হলেও আজকের বৈঠকটি ছিল একটু ভিন্ন। আলোচনায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের উন্নয়ন ও এসডিজিতে করণীয়।

তিনি বলেন, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল বড় উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেছেন।