ভারতের উত্তর প্রদেশে রাজ্য পুলিশকে হিন্দু পঞ্জিকা অনুসরণ করে অপরাধ দমনে জোর দেওয়ার নির্দেশ রাজ্য সরকারের

উত্তর প্রদেশেের সমস্ত থানা এবং পুলিশ কর্তাদের অফিসে হিন্দু পঞ্জিকা অনুসরণ করার নির্দেশ দিয়েছে, উত্তর প্রদেশে বিজেপি-র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।

ভারতের উত্তর প্রদেশে বিজেপি-র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার সমস্ত থানা এবং পুলিশ কর্তাদের অফিসে হিন্দু পঞ্জিকা অনুসরণ করার নির্দেশ দিয়েছে। সাধারণ হিন্দু পূজা-পার্বণ ও দেবদেবীর পুজো, তিথি-নক্ষত্র বিচারে পঞ্জিকা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে হিন্দু পঞ্জিকা ব্যবহারের এমন সিদ্ধান্ত এই প্রথম।

উত্তর প্রদেশ পুলিশের প্রধান বিজয় কুমার রাজ্যের পুলিশ বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অফিসে হিন্দু পঞ্জিকা অনুসরণ করতে ।

রাজ্যের পুলিশমহলে পাঠানো সার্কিলারে ডিজির বক্তব্য হিসাবে বলা হয়েছে, অমাবস্যার আগে-পরে অপরাধ বেশি হয়ে থাকে। অমাবস্যার সময় কোথায় কত অপরাধ হয়েছে তার ভিত্তিতে একটি ম্যাপ পুলিশ ডাইরেক্টরেট তৈরি করেছে। ডিজির নির্দেশ, ওই ম্যাপ ধরে অপরাধ দমনে জোর দিতে হবে।

এছাড়া এখন থেকে অমাবস্যার আগে-পরে অপরাধ দমনের অভিযান বাড়াতে হবে থানাগুলিকে। ডিজির সার্কুলারে দৃষ্টান্ত হিসাবে অবশ্য ইংরিজি তারিখ ১৬ অগাস্ট, ১৪ সেপ্টেম্বর এবং ১৪ অক্টোবরের উল্লেখ করে বলা হয়েছে যে এগুলি অমাবস্যার তিথি।

অপরাধ ও অপরাধীদের দিকে নজরদারির জন্য এখন গোটা ভারতে ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক চালু আছে। এই ব্যবস্থার মাধ্যমে রাজ্যগুলি নিজেদের মধ্যে অপরাধ সংক্রান্ত তথ্য আদানপ্রদান করে থাকে। সেই সিস্টেমের তথ্য ঘেঁটে উত্তর প্রদেশ পুলিশ অমাবস্যার আগে-পরে অপরাধ বেশি হয় এবং কোন জায়গায় অপরাধীদের উপদ্রব বেশি তা চিহ্নিত করেছে।

যদিও পুলিশের একাংশ বলছে, এটা নতুন কোনও তথ্য নয়। যে সব জায়গায় রাতে প্রকাশ্য জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই সেখানে অপরাধীরা অমাবস্যার অন্ধকারের সুযোগ নিয়ে থাকে, এটা নতুন কোনও তথ্য নয়। আর তা চিহ্নিত করার জন্য কোনও বিশেষ পঞ্জিকা অনুসরণ করার প্রয়োজন পরে না।